tonyঅস্ট্রেলিয়ার বর্তমান সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সিডনির বাঙালি পাড়ায় এক জাগরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার আয়োজন করেন ফেডারেল পার্লামেন্টের ওয়াটসন আসন থেকে লেবার পার্টির নির্বাচিত সাংসদ ও ছায়া অভিবাসন মন্ত্রী টনি বার্ক এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের লাকেম্বা আসনের সাংসদ জিহাদ দিব। গত ১৮ জুলাই সিডনির বাঙালি পাড়া হিসেবে পরিচিত লাকেম্বার সিনিয়র সিটিজেন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টনি বার্ক প্রস্তাবিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রধান বিরোধী দল লেবার পার্টি সঙ্গে জোরালো জনমত গড়ে তোলার আহ্বান জানান। তিনি আইনটির কড়া সমালোচনা করে বলেন, এ আইনটি করা হচ্ছে দ্বিতীয় শ্রেণির অস্ট্রেলিয়ান তৈরি জন্য।
বাংলাদেশি কমিউনিটির অনেকে এই সভায় উপস্থিত ছিলেন।

chardike-ad