Search
Close this search box.
Search
Close this search box.

দুই কোরিয়ার মধ্যে পুনরায় সামরিক যোগাযোগ শুরু

৬ সেপ্টেম্বর, ২০১৩:

দুই কোরিয়ার মধ্যে সরাসরি সামরিক সংযোগ পুনরায় চালু হয়েছে। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে উত্তর কোরিয়া প্রথম দক্ষিণ কোরিয়াকে ফোন কল করে এই যোগাযোগ পুনরায় শুরু করে। খবর এএফপির।

chardike-ad

119375চলতি বছরের প্রথম দিকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র হলে এ যোগাযোগ বন্ধ হয়ে যায়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার আচরণ এখনও স্বতঃস্ফূর্ত নয়। এর আগে বৃহস্পতিবার দুই দেশ কায়েসং যৌথ শিল্পাঞ্চল খুলে দেয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছে।

মুখপাত্র জানান, তারই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা ওই শিল্পাঞ্চল পরিদর্শনে যেতে পারবেন। এপ্রিলে উত্তর কোরিয়ার সর্বশেষ পরমাণু পরীক্ষা চালানোকে কেন্দ্র করে এ অঞ্চলে সামরিক উত্তেজনা তীব্রতর হয়। ওই সময়ে উত্তর কোরিয়া ওই যৌথ শিল্পাঞ্চল থেকে তার ৫৩ হাজার শ্রমিককে সরিয়ে নিলে কার্যত এটি বন্ধ হয়ে যায়। ওই শিল্পাঞ্চলে দক্ষিণ কোরিয়ার ১২৩টি কারখানা রয়েছে। সূত্রঃ দৈনিক বর্তমান