Search
Close this search box.
Search
Close this search box.

গ্যালাক্সি গিয়ার ও নোট ৩ এ মাসেই

৬ সেপ্টেম্বর, ২০১৩:

বার্লিনে ৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হল আইফা ট্রেড শো। এ শোতে ‘গ্যালাক্সি গিয়ার’ স্মার্ট হাতঘড়ি ও ‘নোট থ্রি’ ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। বিশ্বের ১৪৯ টি দেশে ২৫ সেপ্টেম্বর থেকে স্যামসাংয়ের নতুন এই পণ্যদুটির বিক্রি শুরু হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্যামসাংয়ের এই পণ্য ঘোষণার অনুষ্ঠানে সবার নজর কেড়েছিল পরিধেয় প্রযুক্তিপণ্য গ্যালাক্সি ব্র্যান্ডের হাতঘড়ি ‘গ্যালাক্সি গিয়ার’।

chardike-ad

522963ea799b6-gear2এ হাতঘড়িতে রয়েছে ১.৬৩ ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই স্মার্ট হাতঘড়ি ব্যবহার করে মোবাইল ফোনের মতোই কল করা যাবে বা বার্তা আদান-প্রদান করা সম্ভব হবে। এতে রয়েছে ১.৯ মেগাপিক্সেলের ক্যামেরা ও ব্লুটুথ সংযোগের সুবিধা। গ্যালাক্সি গিয়ারে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সুবিধা রয়েছে। চার গিগাবাইট তথ্য ধারণক্ষমতার অ্যান্ড্রয়েড-নির্ভর হাতঘড়িটির দাম হতে পারে ২৯৯ মার্কিন ডলার। ৭৪ গ্রাম ওজনের হাতঘড়িটিতে ৮০০ মেগাহার্টজের প্রসেসর ও ৫১২ মেগাবাইট র্যাম থাকবে। গ্যালাক্সি নোট ৩ আদতে স্যামসাংয়ের বড় আকারের স্মার্টফোন। পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের ফুল এইচডি রেজুলেশনের পণ্যটিতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা থাকবে। ২.২ গিগাহার্টজ কোয়াড কোরের প্রসেসরযুক্ত নতুন স্মার্টফোনটিকে ‘নোট’ নাম দিয়েছে স্যামসাং। সূত্রঃ প্রথম আলো