cosmetics-ad

দক্ষিণ কোরিয়ায় সর্বনিম্ন জন্মহারের রেকর্ড

babycare

দক্ষিণ কোরিয়ায় অন্যান্য বছরের তুলনায় আশঙ্কাজনক হারে কমেছে জন্মহার। দেশটির ইতিহাসে চলতি বছর সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে।

দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জন্মহার বাড়াতে দেশটির সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিলেও তার কোন ইতিবাচক প্রভাব পড়েনি। অর্থনৈতিক মন্দা এবং বেকারত্বের কারণে দেরিতে বিয়ে করা, বিবাহ বিচ্ছেদ আবার অনেকে বিয়ে না করার কারণেই জন্মহার নিম্নগামী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে সাধারণ মানুষের অভিযোগ, আয়ের তুলনায় ব্যয় বাড়তে থাকায় সন্তান গ্রহণে বেশিরভাগ মানুষ অনাগ্রহী হয়ে পড়ছেন। মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য নীতির সঠিক প্রয়োগ না থাকার কথাও উল্লেখ করেন তারা। এ অবস্থায় দক্ষিণ কোরিয়া ভবিষ্যতে জনশক্তির সংকটে পড়বে বলে আশঙ্কা করেন বিশ্লেষকরা।