Search
Close this search box.
Search
Close this search box.

১২ শতাংশ ব্রিটিশ তরুণ বাস্তবে গরু দেখেনি

Cowযুক্তরাজ্যের তরুণদের মধ্যে ১২ শতাংশই কখনো বাস্তবে গরু দেখেনি। তবে টেলিভিশনের পর্দায় তারা গরু দেখেছে। প্রিন্স কান্ট্রিসাইড ফান্ড নামক এক সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ থেকে ২৪ বছর বয়সের তরুণদের ৪০ শতাংশ মৌসুমের সাধারণ ফল ও সবজির নাম জানে না। তরুণদের মধ্যে প্রতি পাঁচজনের একজন জানিয়েছে, তারা কখনো শহর ছেড়ে গ্রামে যায়নি। যে শহরে তারা বাস করে সেখানেই এতোটা সময় তারা কাটিয়েছে।

chardike-ad

জরিপে অংশ নেওয়া ২ হাজার তরুণের অর্ধেকেরও বেশি (৫১ শতাংশ) জানিয়েছে, তারা এক বছরেরও বেশি সময়ের মধ্যে কোনো গাছে চড়েনি। আর প্রতি ৪২ শতাংশ তরুণ স্বীকার করেছে, দেশের বিভিন্ন জেলা সম্পর্কে তাদের জ্ঞান বাজে অথবা বেশ বাজে।

প্রিন্স কান্ট্রিসাইড ফান্ডের চেয়ারম্যান লর্ড কারি বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্য্য ও বৈচিত্রতার কারণে জাতি হিসেবে আমরা সবসময় গর্ব করতাম। তবে গবেষণায় দেখা যাচ্ছে, তরুণদের অনেকেই জানে না এসব জেলায় কী আছে এবং কীভাবে তাদের খাদ্য উৎপাদন হয়।’