Search
Close this search box.
Search
Close this search box.

‘কিম জং উন একটা বেকুব’

duerteউত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ‘বেকুব’ বলে আখ্যা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। একইসঙ্গে তাকে ‘কুকুরের সন্তান’ বলেছেন তিনি। বুধবার দেশটির আয়কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেছেন।

সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে ম্যানিলায় অনুষ্ঠিতব্য আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এর বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়ছে। এর আগেই দেশটির প্রেসিডেন্টকে নিয়ে এ ধরণের মন্তব্য করলেন দুতের্তে।

chardike-ad

দুতের্তে বলেন, ‘এই বেকুব কিম জং উন বিপজ্জনক খেলনা নিয়ে খেলছে। ওই গোলমুখটাকে বেকুবের মতো মনে হয়। কুকুরে সন্তান। যদি সে একটি মাত্র ভুল করে তাহলে দূরপ্রাচ্য বিরান ভূমিতে পরিণত হবে। এই পারমাণবিক যুদ্ধ অবশ্যই থামাতে হবে।

কিম জং উনকে নিয়ে দুতের্তের নেতিবাচক মন্তব্য এটাই প্রথম নয়। এর আগেও তিনি উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ‘বিশ্বকে ধ্বংস করতে চায় এমন লোকের’ সঙ্গে বিবাদের না জড়াতেও আহ্বান জানিয়েছিলেন তিনি।