Search
Close this search box.
Search
Close this search box.

স্ত্রীকে মারার অভিযোগে কোরিয়ান অভিনেতাকে ৭ মিলিয়ন উওন জরিমানা

অনলাইন প্রতিবেদক, ১৪ সেপ্টেম্বর ২০১৩:

2013091101328_0কোরিয়ান অভিনেতা রিয়ু সি উওনকে (Ryu Si-won) স্ত্রীকে প্রহার ও জিপিএস দিয়ে গাড়ি ট্র্যাকিং করার দায়ে ৭ মিলিয়ন উওন জরিমানা করেছে কোরিয়ার একটি আদালত। রিয়ু এই অভিযোগ অস্বীকার করে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। বিচারক জানিয়েছেন “সাক্ষ্য হিসাবে জমা দেওয়া শরীরে আঘাতের রের্কড করা শব্দের উপর ভিত্তি করে এটা পরিষ্কার হয়েছে যে সে (রিয়ু) তার স্ত্রীর উপর আক্রমণ করেছে। যদিও সেটা অনেক লঘূ ছিল।”

chardike-ad

গাড়িতে ট্র্যাকার দেখার পর স্ত্রীর সাথে বাদানুবাদ হয় অভিনেতা রিয়ুর। এ সময় রিয়ুর মৌখিকভাবে ভয়ভীতি দেখানোকে বিচারকরা বিবেচনায় নিয়েছে। রিয়ু লোক ভাড়া করে তার স্ত্রীকে নজরের রাখার বিষয়টিও টেপরের্কডে পাওয়া গেছে বলে জানিয়েছেন বিচারকরা।

উল্লেখ্য, বিয়ে করার দুই বছর পর গত বছর এই দম্পতি ডির্ভোসের আবেদন করেছিল। কিন্তু দুইবার তারা ডিভোর্সের ব্যাপারে সামাধানে পৌছাতে ব্যর্থ হয়।