Search
Close this search box.
Search
Close this search box.

মক্কায় হজযাত্রীদের হোটেলে আগুন

maccaসৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগেছে। হোটেলটিতে প্রায় ৬০০ বাসিন্দা ছিলেন। যাদের অধিকাংশই হজযাত্রী। আজ সোমবার আজাজিয়াহ জেলার ওই হোটেলে এ আগুন লাগে।

দ্য ন্যাশনালের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর হোটেলে থাকা হজযাত্রীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তারা এখন নিরাপদে আছে।

chardike-ad

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সেবার মুখপাত্র নায়েফ আল-শরিফ জানান, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ১৫তলা হোটেলটির ৮তলায় ত্রুটির কারণে আগুন লাগে।

ওই মুখপাত্র জানান, হোটেলে থাকা হজযাত্রীর বেশির ভাগই তুরস্ক ও ইয়েমেন থেকে আসা। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের হোটেলে ফিরিয়ে আনা হয়। পবিত্র হজ পালনের লক্ষ্যে প্রায় ২০ লাখ মুসলিম যখন মক্কায় জড়ো হচ্ছেন, ঠিক তখনই এ ধরনের দুর্ঘটনা ঘটল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার জেদ্দার ছয়টি ভবনে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি ভবন পুরোপুরি ধসে যায়। ওই ভবন থেকে ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।