মক্কায় হজযাত্রীদের হোটেলে আগুন

maccaসৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগেছে। হোটেলটিতে প্রায় ৬০০ বাসিন্দা ছিলেন। যাদের অধিকাংশই হজযাত্রী। আজ সোমবার আজাজিয়াহ জেলার ওই হোটেলে এ আগুন লাগে।

দ্য ন্যাশনালের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর হোটেলে থাকা হজযাত্রীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তারা এখন নিরাপদে আছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সেবার মুখপাত্র নায়েফ আল-শরিফ জানান, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ১৫তলা হোটেলটির ৮তলায় ত্রুটির কারণে আগুন লাগে।

ওই মুখপাত্র জানান, হোটেলে থাকা হজযাত্রীর বেশির ভাগই তুরস্ক ও ইয়েমেন থেকে আসা। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের হোটেলে ফিরিয়ে আনা হয়। পবিত্র হজ পালনের লক্ষ্যে প্রায় ২০ লাখ মুসলিম যখন মক্কায় জড়ো হচ্ছেন, ঠিক তখনই এ ধরনের দুর্ঘটনা ঘটল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার জেদ্দার ছয়টি ভবনে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি ভবন পুরোপুরি ধসে যায়। ওই ভবন থেকে ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।