Search
Close this search box.
Search
Close this search box.

প্রধানমন্ত্রী ভারসাম্য হারিয়েছেন: রিজভী

rejviবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ক্ষামতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি ভাবতে পারছেন না বিচার বিভাগ তথা সুপ্রিম কোর্ট একটি আলাদা স্বাধীন সংস্থা।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে মহিলা দলের ত্রাণ বিতরণকালে এ কথা বলেন তিনি।

chardike-ad

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশের পর এখন সুপ্রিম কোর্টকেও তিনি (প্রধানমন্ত্রী) আওয়ামী লীগের কার্যালয় বানানোর চেষ্টা করছেন। কিন্তু প্রধান বিচারপতি তার কথা শুনছেন না। এ জন্য প্রধান বিচারপতির বিরুদ্ধে আজেবাজে কথা বলছেন প্রধানমন্ত্রী।’

রিজভী বলেন, ‘সারা দেশকে আওয়ামী লীগের দমন-পীড়নের রাজ্যে পরিণত করা যাবে না। এখানে বিরোধী দল থাকবে কিন্তু শেখ হাসিনা এটা থাকতে দিতে চান না।’

আওয়ামী লীগ কোনো উন্নয়ন করেনি দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়ন ছাত্রলীগ, যুবলীগের পকেটের মধ্যে।’

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হুমায়ুন কবির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।