Search
Close this search box.
Search
Close this search box.

ওমানে সময়মতো বেতন পাচ্ছে না বাংলাদেশিরা

oman-labourমধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশিদের গত এক বছর সময়মতো বেতন দেওয়া হচ্ছে না। টাইমস অব ওমানের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওমানের বারকাতে কর্মরত এক বাংলাদেশি কাঠমিস্ত্রি বলেন, আমরা কাজ করছি। কিন্তু সময়মতো আমাদের বেতন দেওয়া হচ্ছে না। দুই-তিন মাস অন্তর আমাদের বেতন দেওয়া হয়।

chardike-ad

এ ব্যাপারে মাস্কটে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, তারা ১০০ থেকে ১৫০ শ্রমিকের কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়েছেন। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

ওই বাংলাদেশি শ্রমিক বলেন, আমার মাসিক বেতন ওমানি ৯৫ রিয়েল। সঙ্গে ভাতা ২৫ রিয়েল। এ অল্প বেতন থাকার পরও আমরা যদি সময়মতো বেতন না পাই, তবে আমাদের মতো অনেককে এই দেশ ছাড়তে হবে।

এক শ্রমিক বলেন, এমনকি দেশ ছাড়ার সময়ই কোম্পানিগুলো তাদের বেতন পরিশোধ করে না। কিছু টাকা হাতে ধরিয়ে বলে, বাকি টাকা তারা ওই শ্রমিকের দেশে পাঠিয়ে দেবে।

ওমানের আইন অনুযায়ী, বেতন পরিশোধের নির্ধারিত সময়ের পর ৭ দিনের বেশি বেতন আটকে রাখা অনৈতিক।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, তারা নিয়োগদাতা কোম্পানিগুলোর সঙ্গে বিষয়টি আপোষের চেষ্টা করছে। এতে যদি সমস্যার সমাধান না হয়, তবে কর্মীদের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হবে।

দেশটির পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ওমানে বাংলাদেশি কর্মীর সংখ্যা ৭ লাখের বেশি।