Search
Close this search box.
Search
Close this search box.

অবশেষে খুললো কেসং শিল্পাঞ্চল

১৬ সেপ্টেম্বর, সিউল:

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে তীব্র সামরিক উত্তেজনার কারণে বন্ধ হওয়া কেসং যৌথ শিল্পাঞ্চল ফের খুলে দেয়া হয়েছে। সোমবার আলজাজিরা জানায়, দেশ দুইটির মধ্যে কয়েকদফা আলোচনার পর এ শিল্পাঞ্চল খুলে দেয়া হলো। দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কয়েক ডজন প্রাইভেট কার, ট্রাক, গাড়িসহ বহুসংখ্যক কারখানা ব্যবস্থাপক কেসং এলাকায় যাওয়ার জন্য উত্তর কোরিয়ার সীমান্ত পার হয়েছেন।

chardike-ad

শ্রমিক-কর্মচারিরা আগের মতোই স্বাভাবিকভাবে মিলেমিশে কাজ করতে পারবেন তিনি আশা করেন।

PYH2013091611790031500_P2

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে তীব্র সামরিক উত্তেজনা দেখা দিলে গত এপ্রিল মাসের প্রথম দিকে পিয়ংইয়ং কেসং শিল্পাঞ্চলটি বন্ধ করে দেয়। এটি উত্তর কোরিয়ার ভূখণ্ডে অবস্থিত। দুইদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নির্দশন স্বরূপ ২০০৪ সালে শিল্পাঞ্চলটি প্রতিষ্ঠিত হয়।

সেই থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে এটি পরিচালনা করে আসছে। কেসং শিল্পাঞ্চলে উত্তর কোরিয়ার ৫৩ হাজার শ্রমিক-কর্মচারি রয়েছে তবে দক্ষিণ কোরিয়ার মালিকানায় রয়েছে বেশিরভাগ কারখানা। সূত্রঃ নতুনবার্তা