Search
Close this search box.
Search
Close this search box.

কট্টরপন্থি পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন সৌদি যুবরাজ

al-jubaer
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরকে সরিয়ে দেয়ার চিন্তা করছেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। কট্টরপন্থি হিসেবে পরিচিত আদেলের জায়গায় যুবরাজ তার নিজের ছোট ভাই ২৮ বছর বয়সী খালিদ বিন সালমানকে আনার পরিকল্পনা করেছেন। খালিদ বর্তমানে আমেরিকায় সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ খবর দিয়েছে আমেরিকার ‘স্ট্রাটফর’ নামে একটি পত্রিকা। এ পত্রিকাকে আমেরিকার ভূরাজনৈতিক গোয়েন্দা প্লাটফর্ম বলে মনে করা হয়। পত্রিকাটি বলছে, ইরানের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব গ্রহণ করায় আদেল আল-জুবায়েরকে সরানো হতে পারে।

chardike-ad

পত্রিকার খবরে বলা হয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে নতুন যুবরাজের ক্ষমতা আরো বেশি মজবুত হবে বলে মনে করা হচ্ছে। কেউ কেউ বলছেন, যুবরাজ মুহাম্মাদ পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনতে চাইছেন। ২০১৫ সালে হজের সময় ইরানের কয়েকশ হাজি নিহত হওয়ার ঘটনায় রিয়াদ ও তেহরানের মধ্যে প্রথম টানাপড়েন শুরু হয়। এরপর শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের ফাঁসির ঘটনার প্রতিবাদ করলে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।