Search
Close this search box.
Search
Close this search box.

জনসমর্থন হারানোর ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করলেন ট্রাম্প

trumpমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমার ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। তার প্রতি জনসমর্থন ৩৪ শতাংশ নেমে আসার মধ্য দিয়ে সৃষ্টি হয় এ রেকর্ড । গ্যালপের নতুন মতামত জরিপে এ তথ্য ওঠে এসেছে।

মার্কিন ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকার প্রথম বছর পার হওয়ার আগেই কোনো প্রেসিডেন্টের জনসমর্থন এমন ব্যাপক ভাবে হ্রাস পেলো। এর আগে অবশ্য ট্রাম্পের জনসমর্থন ৪০ শতাংশের নিচে নেমে এসেছিল।

chardike-ad

গ্যালপের প্রধান সম্পাদক ফ্রাংক নিউপোর্ট বলেন, বেশির ভাগ মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর কিছুদিন হানিমুনের মধ্যদিয়ে সময় কাটান; তারপেই তার প্রতি জন সমর্থন কমতে শুরু করে। কিন্তু ট্রাম্পের বেলায় এমন হানিমুন ঘটেনি।

জনসমর্থন কমে গেলে নিজ কর্মসূচি কংগ্রেসের মাধ্যমে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সক্ষমতা হারাতে থাকেন প্রেসিডেন্ট। অন্যদিকে মধ্যপন্থী নির্বাচনে প্রেসিডেন্টের দলের আসন হারানোর আশংকাও দেখা দেয়।