Search
Close this search box.
Search
Close this search box.

কিমের ঘোষণার পরই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালাল আমেরিকা

usa-missile-defense-testআমেরিকা আজ (বুধবার) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে আরো ক্ষেপণাস্ত্র ছুঁড়বে বলে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঘোষণার পরই এ পরীক্ষা চালানো হয়।

যৌথ পরীক্ষা চালায় মার্কিন নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ। মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস জন পল থেকে এ পরীক্ষা চালানো হয়। পরীক্ষার অংশ হিসেবে মধ্যপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়।

chardike-ad

এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা গেছে বলে দাবি করেন এমডিএ পরিচালক লে জেনারেল স্যাম গ্রিভার্স। হুমকি মোকাবেলার সক্ষমতায় এগিয়ে থাকার লক্ষ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন আমেরিকা অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।