Search
Close this search box.
Search
Close this search box.

ফোবস ম্যাগাজিনের বিশ্বের বৃহত্তম ২০০০ কোম্পানীর তালিকায় কোরিয়ার ৬৮টি

 ডেস্ক রিপোর্টঃ আমেরিকার বিখ্যাত ফোবস ম্যাগাজিন বিশ্বের বৃহত্তম ২০০০ কোম্পানীর নাম ঘোষনা করেছে। এই তালিকায় আমেরিকার ৫২৪ টি এবং জাপানের ২৫৮টি কোম্পানী স্থান পেয়েছে। এছাড়া কোরিয়ার ৬৮টি কোম্পানী এই তালিকায় স্থান পেয়েছে যার মধ্যে স্যামসাং ইলেক্ট্রনিক্স ২৬ এবং হুন্দাই মটর ৯৬ তম স্থানে অবস্থান করছে। ফোবস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, বিশ্বের বৃহত্তম এই ২০০০ কোম্পানী বিশ্বের মোট রাজস্বের ১২শতাংশ দখল করে আছে এবং এইসব কোম্পানীতে ৮৩মিলিয়ন মানুষ কাজ করছে। তালিকায় কোরিয়ার অন্যান্য কোম্পানীগুলোর মধ্যে শীর্ষস্থানীয় কোম্পানীগুলো হল যথাক্রমে পোসকো (১৫১), সিনহান ফিনান্সিয়াল(২১৩),হুন্দাই হেভী ইন্ডাস্ট্রি (২২৬), স্যামসাং লাইফ ইন্সুরেন্স (২৩৬),কিয়া মটরস (২৫৩), কেবি ফিনান্সিয়াল গ্রুপ (২৫৬), এসকে ইনোভেশন (২৮৮)।