Search
Close this search box.
Search
Close this search box.

গ্যালাক্সি নোট ৮ এর স্টাইলাসের যতো ব্যবহার

samsung-s-penস্যামসাং গ্যালাক্সি নোট ৮ এর অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে স্টাইলাস বা এস পেন। ডিজিটাল এই পেন দিয়ে বেশ কিছু ছোট খাটো কাজ সহজেই করা সম্ভব। নোট ৮ ডিভাইসটির সঙ্গে থাকা এস পেন দিয়ে কী কী করা যাবে তা এই ফিচারে তুলে ধরা হলো।

১. আঁকাআঁকি: যারা আঁকাআকি করতে পছন্দ করেন এস পেন তাদের জন্য। পেনটি দিয়ে সাদা কালো স্কেচের পাশাপাশি রঙ্গিন ছবিও আঁকা যাবে।

chardike-ad

২. লাইভ ম্যাসেজ: পেনটি ব্যবহার করে টাচ কিবোর্ডের বদলে ফোনের স্ক্রিনেই ওপরেই ম্যাসেজ লেখা যায়। যাই লেখা হোক না কেনো ডিবাইসটি তা জিআইএফ এ রূপান্তর করে ফোনের মেমোরিতে সেইভ করে রাখে।

৩. বাক্য অনুবাদ: অন্য কোনো ভাষা বুঝতে এখন আর গুগল ট্রান্সেলেটরে ঢুঁ মারার প্রয়োজন পড়বে না। স্টাইলাস দিয়ে বাক্যটি সিলেক্ট করলেই তা অনুবাদ করে দেবে গুগল।

৪. মূদ্রা ও ইউনিট কনভার্ট: গণিতে কাঁচা হলেও কনো সমস্যা নেই। সটাইলাসের এক ছোঁয়াতেই মার্কিন ডলারকে অন্য দেশের মূদ্রায় কনভার্ট করা যাবে।

৫. নোট: এতে প্রায় একশ’ পাতা নোট লেখা যাবে। কোনো কিছু মনে রাখতে নোট অ্যাপে গিয়ে আর বুলেট পয়েন্ট লেখার প্রায়োজন নেই। স্টাইলাসের সাহায্যে স্ক্রিনের ওপরেই নোট লেখা যাবে।

ইতোমধ্যে দেশে ডিভাইসটির প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। অফারটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।