২ জিবি র্যামের পাশাপাশি এতে রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। ট্যাবটির পুরুত্ব হলো ২১২.১×১২৪.১×৮.৯ এমএম এবং ওজন হল মাত্র ৩৬৪ গ্রাম।
ছবি তোলার জন্য ট্যাবের পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা; যার অ্যাপাচার এফ/১.৯। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট। এ ছাড়া রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি সুবিধা।
বর্তমানের ট্যাব ভিয়েতনাম বাজারে বিক্রি শুরু হয়েছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মার্কিন ডলার। দ্রুতই বিশ্বের অন্যান্য দেশে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে স্যামসাং।