Search
Close this search box.
Search
Close this search box.

জানুয়ারিতে গ্যালাক্সি গিয়ার ২

২৩ সেপ্টেম্বর ২০১৩:

ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং ‘গ্যালাক্সি গিয়ার’ স্মার্টওয়াচের পরবর্তী সংস্করণ বাজারে আনার ব্যাপারে জোরেসোরে কাজ শুরু করেছে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, জানুয়ারিতে স্যামসাং স্মার্টওয়াচের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি গিয়ার ২ অবমুক্ত করতে পারে।

chardike-ad

ggoglegrandসম্প্রতি বার্লিনে প্রযুক্তিপণ্য নির্মাতাদের বার্ষিক সম্মেলন আইএফএ-২০১৩-তে স্মার্টওয়াচটি প্রদর্শন করে স্যামসাং। রঙিন পর্দার স্মার্টওয়াচটির মাধ্যমে ভয়েস কল, টেক্সট ম্যাসেজ আদান-প্রদান ও ই-মেইল পাঠানো ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা যায়। ২৫ সেপ্টেম্বর গ্যালাক্সি গিয়ারের প্রথম সংস্করণ বাজারে অবমুক্ত করার কথা রয়েছে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টওয়াচটিতে প্রযুক্তিগত আরও উন্নয়নের কাজ করছে স্যামসাং। স্যামসাংয়ের প্রধান নির্বাহী জেকে শিন জানান, বহনযোগ্য প্রযুক্তিতে মানুষের আগ্রহ বাড়ছে। স্মার্টওয়াচে আরও প্রযুক্তিগত উন্নয়নের চেষ্টা চলছে।

টেক পরামর্শক প্রতিষ্ঠান কেনালিস এক বিবৃতিতে জানিয়েছে ২০১৪ সালে স্যামসাং স্মার্টওয়াচের পরবর্তী ভার্সন বাজারে নিয়ে আসবে। বছরজুড়ে ৫০ লাখ স্মার্টওয়াচ বিক্রির লক্ষ্য রয়েছে স্যামসাংয়ের। সূত্রঃ বিডিনিউজ২৪.কম