মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৬ সেপ্টেম্বর ২০১৩, ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

২০১৪ সালে চীনে ৪৫ কোটি স্মার্টফোন বিক্রি হবে


২৬ সেপ্টেম্বর ২০১৩:

২০১৪ সালে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার চীনে ৪৫ কোটিরও বেশি হ্যান্ডসেট বিক্রি হবে। চলতি বছরের তুলনায় এ সংখ্যা কমপক্ষে এক-চতুর্থাংশ বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানায়, ফোরজি নেটওয়ার্ক চালাতে সরকারের অনুমতি ও চায়না মোবাইলে আইফোন ব্যবহারের অনুমোদন দেয়াতেই এ অর্জন সম্ভব হবে। খবর টেক টুর।

imagesচীনের বাজারে স্মার্টফোন সরবরাহে শীর্ষ কোম্পানি স্যামসাং ও লেনোভো মিলে এ সময় ১২ কোটিরও বেশি ফোরজি হ্যান্ডসেট সরবরাহ করবে। আইডিসি জানায়, চলতি বছর দেশটিতে সব মিলিয়ে ৩৬ কোটি স্মার্টফোন বিক্রি হবে।

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চীনের বাজারে স্যামসাংয়ের দখল ছিল ১৮ দশমিক ৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লেনোভোর দখল ছিল ৯ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে স্থানীয় কোম্পানি চায়না ওয়্যারলেস টেকনোলজিসের তৈরি কুলপ্যাড বিক্রিতে তৃতীয় স্থানে উঠে আসে এ সময়।

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপলের তৈরি আইফোনের বাজার দখল এ সময় নেমে যায় ৫ শতাংশে। বর্তমানে চীনের বাজারে কোম্পানিটির অবস্থান ৬ নম্বরে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তাদের বাজার দখল ছিল ৯ শতাংশ। আইডিসি জানায়, সাধারণত নতুন পণ্য ছাড়ার আগ পর্যন্ত অ্যাপলের বাজার দখল এক দুই প্রান্তিক ধরে কমতে থাকে। সূত্রঃ বণিক বার্তা