Search
Close this search box.
Search
Close this search box.

দ্বিতীয় টেস্টে নেই তামিম, ওয়ানডেতেও অনিশ্চিত

tamimপচেফস্ট্রম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে যখন ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ঠিক ওই সময় বড় এক ধাক্কা খেলো। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তামিম ইকবালের।

দক্ষিণ আফ্রিকা সফরে আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেই বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিম ইকবালের। এ চোট নিয়েও প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন দেশসেরা এই ওপেনার। তবে ম্যাচে ফিল্ডিং করার সময় আবার সেখানেই ব্যথা পান এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

chardike-ad

ম্যাচ শেষে পচেফস্ট্রুমে স্থানীয় ডাক্তার দেখানো হয় তামিমকে। ডাক্তার বলেন এ রকম চোটের ক্ষেত্রে চার সপ্তাহের বিশ্রামের কথা। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না তামিম। তবে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে, ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা তামিম খেলতে পারবেন।