Search
Close this search box.
Search
Close this search box.

সবচেয়ে আধুনিক বিমানবাহিনী

usa-airসামরিক শক্তির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম পরাশক্তি। আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর রয়েছে দারুণ সক্ষমতা। সামরিক বাহিনীতে বিশ্বের এক নাম্বারে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ দেশটি সামরিক খাতে এতটাই ব্যয় করে যে তা শীর্ষ দশের বাকি ৯ দেশের মোট সামরিক ব্যয়ের সমান। সামরিক খাতে দেশটির বার্ষিক ব্যয় ৬০১ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের মোট সেনাসদস্য ২৩ লাখ ৬৩ হাজার ৬৭৫ জন। রয়েছে আট হাজার ৮৪৮টি ট্যাংক, ৪১ হাজার ৬২টি বিভিন্ন ধরনের সাঁজোয়া যান, তিন হাজার ২৩৩টি কামান ও এক হাজার ৩৩১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যান। বিমানবাহিনীতে মোট বিমানের সংখ্যা ১৩ হাজার ৮৯২টি, ৭২টি সাবমেরিন। এছাড়া পারমাণবিক অস্ত্র তো আছেই।

chardike-ad

দেশটির বিমানবাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে ১৯টি বিমানবাহী রণতরী, আটটি ফ্রিগেট, ৬৩টি ডেস্ট্রয়ার ও ৭০টি সাবমেরিনসহ ৪১৫টি তরী।

সূত্র: বিজনেস ইনসাইডার