Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম সামরিক প্রদর্শনী

সিউল, ০২ অক্টোবর:

দক্ষিণ কোরিয়া গত এক দশকের মধ্যে মঙ্গলবার সবচেয়ে বড়ো সামরিক প্রদর্শনীর আয়োজন করেছে। রাজধানী সিউলের দক্ষিণে বিমান ঘাঁটিতে আয়োজিত এতে ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী করা হয় এবং প্রায় ১১ হাজার সৈন্য ও ১২০ টি বিমান অংশ নেয়।

chardike-ad

এদিকে প্রেসিডেন্ট পার্ক গিউন হাই উত্তরকোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচির কারণে সৃষ্ট মারাত্মক হুমকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

image_47736_0প্রদর্শনীতে গেস্ট অব অনার ছিলেন সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। তিনি সিউলের প্রতি মার্কিন সামরিক সহায়তার অঙ্গিকার জোরদারের লক্ষে দক্ষিণ কোরিয়া সফর করছেন। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৮ হাজার ৫শ’ সৈন্য মোতায়েন রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে ভাষণকালে প্রেসিডেন্ট পার্ক গিউন হাই বলেন, ‘কোরীয় উপদ্বীপের পরিস্থিতি ভয়াবহ। কারণ উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সামরিক বাহিনীর মূল লক্ষ্য যুদ্ধে লড়াই করা নয়, বরং কাউকে রক্ষা করা।’ সূত্র: বিবিসি, এএফপি