Search
Close this search box.
Search
Close this search box.

দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত মুশফিক

mushfiqur-rahimদক্ষিণ আফ্রিকা সফরে কোনও ভালো খবর নেই বাংলাদেশের। এরই মধ্যে আরেকটি ধাক্কা হয়ে এসেছে মুশফিকুর রহিমের হ্যামস্ট্রিংয়ে টান পড়ার খবর। সর্বশেষ খবরে জানা গেছে, কিম্বার্লিতে প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান অনিশ্চিত দ্বিতীয় ম্যাচে।

৮ বছর পর প্রোটিয়াদের মাঠে ক্রিকেট খেলতে গেছে বাংলাদেশ। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতেও হারে শুরু হয়েছে তাদের। ব্যাটিং-বোলিং কোনও বিভাগে দাঁড়াতে পারছে না তারা। প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের দিনে কেবল মুশফিকের ব্যাট হেসেছিল। অপরাজিত ১১০ রান করেছিলেন টেস্টের অধিনায়ক। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ম্যাচেই আচমকা হ্যামস্ট্রিংয়ে আঘাত পান তিনি। এখনও তার পুরোপুরি সুস্থতার খবর পাওয়া যায়নি বাংলাদেশি ক্যাম্পে।

chardike-ad

বুধবার সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে সফরকারীরা। টিম ম্যানেজমেন্ট জানাতে পারেননি এ ম্যাচে দেখা যাবে কি না গত ম্যাচের সেঞ্চুরিয়ানকে।

তবে মুশফিক না খেললে ইমরুল কায়েস তার স্থলাভিষিক্ত হবেন জানা গেছে। ইনজুরি থেকে সেরে ওঠায় ফিরতে পারেন আরেক ওপেনার তামিম ইকবাল। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বাদ পড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে স্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গা হয়ে যেতে পারে একাদশে।