Search
Close this search box.
Search
Close this search box.

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছবে

kuiwaitকুয়েতে অগ্নিকাণ্ডে নিহত মৌলভীবাজারের একই পরিবারের পাঁচজনের মরদেহ বাংলাদেশ বিমানের বিজি-০৪৪ ফ্লাইটে বুধবার রাতে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছবে।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন জানান, নিহতদের মরদেহ দেশে পাঠাতে সবধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মরদেহ দেশে পাঠাতে সকল খরচ দূতাবাস তথা বাংলাদেশ সরকার বহন করছে।

chardike-ad

এদিকে আজ (বুধবার) দুপুর আড়াইটার সময় কুয়েতে সাবা হাসপাতালে নিহতের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান নিহতের স্বজনরা।

এর আগে গত সোমবার দুপুরে কুয়েতের সালমিয়াতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ওই পাঁচ বাংলাদেশি নিহত হন। তারা দীর্ঘদিন ওই বাসায় ভাড়া থাকতেন।

নিহতরা হলেন কুয়েতের সালমিয়া পাঁচগাতা অঞ্চলে প্রবাসী বাংলাদেশি জুনায়েদের স্ত্রী রোকেয়া বেগম, দুই ছেলে এমাদ ও ফাহাদ এবং দুই মেয়ে জামিলা ও নাবিলা। তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও।

দুর্ঘটনার সময় কর্মস্থলে থাকায় জুনায়েদ বেঁচে গেলেও পরিবারের সকল সদস্যদের হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন। এ ঘটনায় কুয়েতে সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।