Search
Close this search box.
Search
Close this search box.

ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম

tossবোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওযানডেতেও টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

চোটমুক্ত তামিম ফিরেছেন সেরা একাদশে। টসের সময় মাশরাফি জানালেন, ম্যাচ ফিটনেস পাওয়ায় তামিমকে একাদশে রাখা হয়েছে। ঊরুর পেশির চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। প্রথম ওয়ানডেও একই কারণে মিস করেছিলেন।

chardike-ad

তামিম ইকবাল দলে ফেরায় একাদশের বাইরে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম ওয়ানডেতে তার অভিষেক হয়েছিল। স্বাগতিক দলে আনা হয়ে একটি পরিবর্তন। প্রথম ওয়ানডেতে শততম ওয়ানডের মাইলফলক ছোঁয়া ডেভিড মিলার ইনজুরির কারণে খেলতে পারছেন না। তার পরিবর্তে এসেছেন ফারহান বেহারদিয়েন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিয়েন, জেপি ডুমিনি, আন্দ্রিলে ফিকোযাও, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির ও ডোয়াইন প্রিটোরিয়াস।