cosmetics-ad

আগামী বছর ওরিও পাচ্ছে স্যামসাং

oreo-samsung

টেক জায়ান্ট স্যামসাং তাদের ডিভাইসগুলোতে ওরিও আপডেট পাবে ২০১৮ সালে। তারা ঠিক কবে নাগাদ তাদের ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড ৮ ওরিও আপডেট দিতে শুরু করবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

তবে স্যামসাংয়ের টার্কিশ ওয়েবসাইট গুনসেল মিজ দেখে প্রযুক্তি বিষয়ক ফোরাম এক্সডিএ ডেভেলপারের সদস্যরা জানান, স্যামসাং অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও নিয়ে কাজ শুরু করে দিয়েছে। যা আপাতত পাইলট মডেল পর্যায় রয়েছে।

আপডেটটি ২০১৮ সালের শুরুতে আসার ব্যাপারেও ওয়েবসাইটটিতে তথ্য দেওয়া আছে। তবে ঠিক কোন কোন ডিভাইস আপডেটটি পাবে তা বলা হয়নি। ধরে নেওয়া যেতে পারে সাম্প্রতিক ফ্ল্যাগশিপগুলো, অর্থাৎ গ্যালাক্সি এস৮ ও ৮+, নোট ৮ সবার আগে ওরিও আপডেট পাবে।

নতুন আপডেটটিতে থাকছে নাইট মোড, নতুন ইমোজি, নোটিফিকেশন, ও ব্যাকগ্রাউন্ড প্রসেস থামানোর ব্যবস্থা। এর ফলে একদিকে যেমন ব্যাটারি লাইফ বাড়বে, অন্যদিকে তেমন কমবে অ্যাপ চালু করার ল্যাগ।

স্যামসাং সবার আগে আপডেট ছেড়ে থাকে তুরস্কে, ফলে সংবাদটি টার্কিশ সাইটে দেওয়া অস্বাভাবিক কিছু নয়। এবার দেখার বিষয় ঠিক কবে নাগাদ এই আপডেটগুলো ব্যবহারকারীদের কাছে পৌছাতে শুরু করে।