ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সরকার সে রাজ্যের মোট ১২৩টি কৃষক পরিবারকে সিঙ্গাপুর দেখে আসার জন্য সেখানে পাঠাচ্ছে। এই কৃষকদের প্রায় কেউই এর আগে কোনওদিন তাদের রাজ্যের বাইরে পা রাখেননি।
অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী গড়ে তোলার জন্য তাদের উর্বর ফসলি জমি সরকারের হাতে তুলে দিয়েছেন, তার প্রতিদানেই তাদের সিঙ্গাপুর বেড়াতে পাঠাচ্ছে রাজ্য সরকার। এই নতুন রাজধানী শহরের নাম রাখা হয়েছে অমরাবতী। এই জমির জন্য এককালীন মূল্য ছাড়াও সরকার তাদের প্রতি বছর ক্ষতিপূরণ দিয়ে যাবে বলে বিবিসি সূত্রে জানা গেছে।

কৃষকদের মধ্য থেকে অনেক যাচাই-বাছাই করে মাত্র ১২৫ জনকে সিঙ্গাপুর ভ্রমণের জন্য নির্বাচন করা হয়েছে। সিঙ্গাপুরের বিমানভাড়া কৃষকরা দিচ্ছেন। তবে তাদের ৪ তারা হোটেলে থাকা-খাওয়াসহ ৪ দিন শহরে বেড়ানোর যাবতীয় খরচ অন্ধ্রপ্রদেশ সরকারই বহন করছে।
সরকার বলছে, অত্যাধুনিক এই নতুন শহরটি গড়ে তোলা হবে একেবারে সিঙ্গাপুরের আদলে। তাই রাজধানীর জন্য জমি দিয়েছেন যে কৃষকরা তাদের সিঙ্গাপুর দেখিয়ে আনা হচ্ছে।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, কৃষকরা যে জমি দিয়েছেন তাতে আমরা কী ধরনের শহর তৈরি করব, কী ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সেখানে থাকবে সেগুলো নিজের চোখে যাতে তারা দেখে আসতে পারেন তার জন্যই আমাদের এই উদ্যোগ। ৪ দিন ৪ রাতের সফরে তাদের সিঙ্গাপুর শহরের প্রায় সব দর্শনীয় স্থান এবং সিঙ্গাপুর আর্ট মিউজিয়াম ঘুরিয়ে দেখানো হবে।
২০১৩ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভাগ করে তেলেঙ্গানা আর অন্ধ্র নামে দুটো আলাদা রাজ্য গঠন করা হয়। পুরনো রাজধানী হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভাগে পড়ায় অন্ধ্রের জন্য নতুন রাজধানী তৈরির প্রয়োজন হয়ে পড়ে।
সেজন্য অন্ধ্রের গুন্টুর এলাকার প্রায় ২৫ হাজার কৃষক নতুন রাজধানী গড়ার জন্য তাদের মোট প্রায় ৩৫ হাজার একর জমি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছেন।