Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে দুর্নীতির অভিযোগে ১১ রাজপুত্র ও ৪ মন্ত্রী আটক

saudiসৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১১ জন রাজপুত্র, ৪ জন বর্তমান মন্ত্রী এবং কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করেছে দেশটির নবগঠিত দুর্নীতি বিরোধী অভিযান কমিটি। স্থানীয় সময় শনিবার তাদেরকে আটক করা হয়। আজ রোববার বিবিসি’র খবরে এ খবর প্রকাশ করা হয়েছে।

সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের নেতৃত্বে এই কমিটি দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করছে। শনিবার নতুন এই কমিটি গঠন করার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের আটক করা শুরু করে।

chardike-ad

তবে আটককৃত যুবরাজ ও মন্ত্রীদের নাম প্রকাশ করা হয়নি। ঠিক কোন দুর্নীতির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে সে বিষয়টিও স্পষ্ট করা হয়নি।

সৌদি গণমাধ্যম আল-অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, সৌদিতে ২০০৯ সালের বন্যা এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে এই কমিটি।

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত এই কমিটি চাইলে যে কাউকে গ্রেফতার করতে পারে এবং যে কারও উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেবার ক্ষমতা রাখে।