Search
Close this search box.
Search
Close this search box.

উ.কোরিয়ার হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র, জাপান ও দ. কোরিয়ার নৌমহড়া শুরু

সিউল, ১১ অক্টোবর ২০১৩:

উত্তর কোরিয়ার কঠোর হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ নৌমহড়া শুরু করেছে। খবর এএফপি’র।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়া ও জাপানের জাহাজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজের অংশ গ্রহণে দু’দিনব্যাপী এ মহড়া কোরীয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলীয় উপকুলে শুরু হয়েছে।

55786febcb

উত্তর কোরিয়া তাদের পুরোনো একটি প্লুটোনিয়াম চুল্লি পুনরায় চালু করার পর পিয়ংইয়ংয়ের পারমাণবিক হামলার হুমকির প্রেক্ষাপটে তা মোকাবেলা করতে গত সপ্তাহে সিউল ও ওয়াশিংটন একটি যৌথ কৌশল গ্রহণের পর এ মহড়া শুরু করে।

এ সপ্তাহের গোড়ার দিকে বার্ষিক সামরিক মহড়া শুরু হওয়ার কথা থাকলেও একটি টাইফুন ধেয়ে আসতে থাকায় তা স্থগিত করা হয়। এদিকে উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলে এ যৌথ সামরিক মহড়ার কঠোর নিন্দা জানিয়েছে এবং তারা পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে। মঙ্গলবার উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে মারাত্মক বিপর্যয়ের’ সন্মুখীন হওয়ার হুমকি দেয়। এক্ষেত্রে পিয়ংইয়ং তাদের সামরিক বাহিনীকে সতর্কাবস্থায় রেখেছে।