জানা গেছে লুইসের বয়স এখন মাত্র ১০ মাস। কিন্তু তার বয়সী শিশুদের থেকে সে এক্কেবারে আলাদা। কারণ তার ওজন ২৭ কেজি। এমন বড়সড় শিশুকে দেখে হতবাক চিকিৎসকরাও। ঠিক কী কারণে বাচ্চাটির ওজন এমন অস্বাভাবিক বেড়ে গিয়েছে, তা নিয়ে দ্বন্দ্বে তারাও।
মেক্সিকোয় স্থূলতার সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেই সংক্রমণেই আক্রান্ত লুইস। এটি বংশগত কোনও রোগও হতে পারে বলে অনুমান তাঁদের। তবে রোগ যাই হোক না কেন, সপ্তাহে চারদিন করে পরীক্ষা করতে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে শিশুর পরিবারের। তাই তার বাড়ির লোকজন ফেসবুকে নেটিজেনদের কাছে অর্থ সাহায্য চেয়ে একটি পোস্ট করেছে। এত বেশি ওজনের কারণে শিশুটির প্রাণ সংশয় রয়েছে কিনা, তা অবশ্য কিছু জানাননি চিকিৎসকরা।