Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিল উ. কোরিয়া

সিউল, ১৩ অক্টোবর ২০১৩:

উত্তর কোরিয়া আজ শনিবার নতুন করে আমেরিকার বিরুদ্ধে ‘সর্বাত্মক’ যুদ্ধের হুমকি দিয়েছে। একইসঙ্গে আমেরিকার প্রতি কোরিয় উপদ্বীপে সামরিক মহড়া বন্ধের আহ্বান জানিয়ে একে ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং।

59d9db8d4e9e1c8e3633c6246b175dca_xl_19095উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কমিশন বা এনডিসি’র বৈঠকে বলা হয়েছে, “কোরিয় উপদ্বীপ ও ‘আমেরিকার মূল ভূখণ্ডে’ শান্তি চাইলে ওয়াশিংটনকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে বৈরী নীতির অবসান ঘটাতে হবে।”

chardike-ad

বৈঠক শেষে এনডিসি’র মুখপাত্র বলেন, “আমেরিকাকে মনে রাখতে হবে তাদের নির্বিচারে উস্কানির জবাবে উত্তর কোরিয়ার হামলার মুখে পড়তে হবে; আমেরিকার বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হবে।”

এ মুখপাত্র আরো জানান, “পিয়ংইয়ংকে কোণঠাসা এবং এক ঘরে করার জন্য ওয়াশিংটন যে সব পদক্ষেপ নিয়েছে তা বন্ধ করতে হবে। এরই ওপর কোরিয় উপদ্বীপ এবং আমেরিকার মূল ভূখণ্ডের শান্তি ও স্থিতিশীলতা নির্ভর করবে।”