cosmetics-ad

চুরি করতে গিয়ে ঘুম, অতঃপর…

চুরি করতে গিয়ে চোর কি করবে? সব গুছিয়ে আগে ভাগে কেটেই তো পড়বে তাই না? কিন্তু যদি এমন হয় যে, চুরি করতে গিয়ে আরামের বিছানা পেয়ে ঘুম দিলো চোর। ভাবছেন এমনটাও ঘটে নাকি… হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে উত্তর স্কটল্যান্ডের কোটব্রিজ এলাকায়।

বাড়ি খালি পেয়ে চোর মহাশয় তালা ভেঙ্গে ঢুকে পড়ে বাড়িতে, বাড়িতে ঢুকে চোর বাবাজি প্রথমেই ফ্রিজ খুলে খাবার দেখে লোভ জাগে, পাই আর চিপস খেয়ে আরামে ঘুমও দিয়ে দেয়! আর এর এক ফাঁকেই বাড়ির মালিক এসে ঘরে আগন্তুক আবিস্কার করেন।

পুলিশে খবর দেয়ার পর পুলিশ এসে সব তথ্য জানতে পারে। চোরও সব ঘটনা স্বীকার করে নেয়। চুরি করতে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ায় ধরাও খেতে হলো চোরকে।