Search
Close this search box.
Search
Close this search box.

জার্মানিতে আশ্রয়প্রার্থীদের স্বেচ্ছায় দেশে ফিরে গেলে ‘নগদ অর্থ’ প্রদান

germanyজার্মানিতে আশ্রয়ের জন্য যেসব প্রার্থীদের আবেদন নাকচ হয়েছে, তাদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ৷ এজন্য জার্মান সরকার ‘নগদ প্রণোদনার’ ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী৷

রবিবার জার্মান পত্রিকা ‘বিল্ড আম সোনটাগ’-কে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডে মেজিয়ের বলেছেন, জার্মান সরকার চায় প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীরা যাতে নিজ দেশে স্বেচ্ছায় ফিরে যায়, অর্থাৎ তাদের যেন বলপ্রয়োগ করতে না হয়৷ এ জন্য তাদের নগদ অর্থ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

chardike-ad

বেশ কিছু বছর ধরেই জার্মানিতে আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য অর্থ সহায়তা দিয়ে আসছে জার্মান সরকার৷ কেবল যাতায়াত খরচই নয়, সেখানে গিয়ে যাতে তারা ভালোভাবে জীবন শুরু করতে পারে, সেজন্যও অর্থ প্রদান করা হয়ে থাকে৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফেব্রুয়ারির মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে যাবে তাদের জন প্রতি ১ হাজার ইউরো এবং এক একটি পরিবারকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত দেয়া হবে৷