কুয়েতে জহির রায়হান নামে এক বাংলাদেশির মরদেহের পরিচয় মিলছে না। পাসপোর্টে উল্লেখ আছে, নিহতের দেশের বাড়ি মুন্সীগঞ্জ। সিরাজদি খান উপজেলার নয়ানগর গ্রামের জীবন আলীর ছেলে। ২ ডিসেম্বর মারা যান জহির রায়হান।
দূতাবাস কর্তৃপক্ষ জানায়, পাসর্পোটে উল্লেখিত ব্যক্তির মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মৃত ব্যক্তিকে দেশ থেকে চিনছে না। কুয়েত সিভিল আইডি নম্বর ২৬২০৪০২০১৭১২, পাসর্পোট নম্বর BH 0611979। নিহতের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। পরিচয় পাওয়া গেলে কুয়েত দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।