Search
Close this search box.
Search
Close this search box.

গবেষণার অর্থ আত্মসাৎ এর দায়ে কোরিয়ান প্রফেসরের জেল   

দক্ষিণ কোরিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির একজন প্রফেসরকে তিন বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। বিশ্ববিদ্যালয়টির কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ডঃ হান গবেষণা খাতে পাওয়া অর্থ থেকে প্রায় ১.১৫ মিলিয়ন ডলার আত্মসাৎ করেন।

chardike-ad

সিউল নর্দান ডিস্ট্রিক্ট কোর্ট জানায়, তিনি ২০০৮ সাল থেকে গবেষণার জন্য বিভিন্ন ফান্ড থেকে পাওয়া অর্থ তার রিসার্চ ফেলো এবং ল্যাবের সদস্যদের না দিয়ে নিজেই আত্মসাৎ করে আসছিলেন। তিনি তার কৃতকর্ম ধামাচাপা দেওয়ার জন্য প্রচুর ভুয়া মানি রিসিপ্ট বানিয়েছেন। তিনি নিজের কোম্পানীর তৈরী করা সফটওয়্যার অতিরিক্ত দাম দেখিয়ে কিনেছেন। আইনত, কোরিয়াতে নিজের অধীনস্থ কোন কোম্পানী থেকে কিছু কেনার নিয়ম নেই।

শাস্তিপ্রাপ্ত প্রফেসর ডঃ হান ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়কে ক্ষতিপূরণ দিয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পক্ষ হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাস্তি কমানোর অনুরোধ করলে আদালত শাস্তির পরিমাণ পাঁচ থেকে তিন বছরে কমিয়ে আনে। সাজাপ্রাপ্ত প্রফেসর তার কাজের জন্য অনুতপ্ত বলে আদালতকে জানান।