Search
Close this search box.
Search
Close this search box.

একদিনে ২৯ জঙ্গিকে ফাঁসি দিল ইরাক

iraq-fasiইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার ২৯ জঙ্গিকে একসঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক।

দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যকলাপের দায়ে বৃহস্পতিবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া প্রদেশে এ ফাঁসি কার্যকর করা হয়েছে। ফাঁসি কার্যকরের সময় ইরাকের বিচারমন্ত্রী হায়দার আল জামেলি উপস্থিত ছিলেন।

chardike-ad

সম্প্রতি ইরাকে জঙ্গিদের পরাজিত করার পর ফাঁসির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর একদিনেই ৪২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছিল।

কারাগার সূত্র জানায়, যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা সবাই ইরাকি নাগরিক। তবে ইরাকের পাশাপাশি একজনের সুইডেনেরও নাগরিকত্ব রয়েছে।