sentbe-top

দক্ষিণ কোরিয়ায় পালাল আরেকজন উত্তর কোরিয়ার সেনা

korea
ছবি অনলাইন

পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ার পালিয়ে গেল উত্তর কোরিয়ার আরেকজন সেনাসদস্য। এ সময় সীমান্তে বেশ কয়েকটি গুলির শব্দও শোনা যায়।

আজ বৃহস্পতিবার দুই কোরিয়ার মধ্যবর্তী ‘ডিমিলিটারাইজড’ জোন এলাকায় ওই ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার সে সেনাসদস্যকে আটক করা হয়েছে। তার পালিয়ে আসার কারণ তদন্ত করা হচ্ছে।

স্থানীয় সময় সকাল আটটার পরপরই এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কোরিয়ার সেনাসূত্র জানিয়েছে।

উত্তর কোরিয়ার সে সেনাসদস্য দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসার পর উত্তর কোরিয়ার সেনারা সীমান্তে তাকে অনুসন্ধান শুরু করে। এ সময় দক্ষিণ কোরিয়ার সেনারা প্রায় ২০ রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করে।

এর আগে গত ১৩ নভেম্বর পক্ষত্যাগী উত্তর কোরিয়ার এক সৈনিক দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসেন। তবে সে সময় তিনি গুলিবিদ্ধ হন। ওই অবস্থায়ই সীমান্ত অতিক্রমে সক্ষম হন তিনি।
আহত ওই সৈনিককে লক্ষ্য করে ৪০ রাউন্ডের মতো গুলি ছোড়া হয়েছিল। এরপর তাকে বেশ কয়েকদফা অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়।

sentbe-top