৭১ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মস্কো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আগুনোভো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। খবর বিবিসি।
জরুরি সেবা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ বিমানটি স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে সাতটার দিকে মস্কো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এর কয়েক মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ৭১ জন আরোহীর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। আরোহীদের মধ্যে যাত্রী ৬৫ জন ও ৬ জন ক্রু ছিল।
রাশিয়ার পরিবহনমন্ত্রী মাকসিম সকোলভ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান সংস্থাগুলোর বিমান আরও দুটি দুর্ঘটনার শিকার হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয় একটি বিমান, মারা যায় ৯২ জন। এছাড়া ২০১৫ সালের অক্টোবরে মিশরের সাইনাই এলাকায় বিধ্বস্ত হয় আরেকটি বিমান, যাতে মারা যায় ২২৪ জন।