Search
Close this search box.
Search
Close this search box.

আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলা, নিহত ৯

kabulআফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদের কাছে শুক্রবার এক বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, এক ব্যক্তি নিজের দেহের সঙ্গে বোমা বেধে মসজিদের দিকে যাওয়ার সময় নিরাপত্তা চেকপয়েন্টে তাকে থামানো হয় এবং সেখানে সে বোমার বিস্ফোরণ ঘটায়।

নাসরাত রাহিমি বলেন, বোমা হামলাকারী দৃশ্যত মসজিদে উপস্থিত মুসল্লিদের ভিড়ের ভেতরে বোমার বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।

chardike-ad

মসজিদটিতে সাধারণত হাজারা শিয়া সম্প্রদায়ের লোকজন নামায আদায় করেন। হাজারা সম্প্রদায়ের নেতা আবদুল আলী মাজারির মৃত্যু দিবস উপলক্ষে আজ মসিজদটিতে লোকসমাগম বেশি ছিল। ১৯৯৫ সালে আফগান তালেবান মাজারিকে হত্যা করেছিল।

আফগানিস্তানে হাজারা সম্প্রদায় হচ্ছে সবচেয়ে গরিব শ্রেণি কিন্তু দেশটির মোট জনসংখ্যার প্রায় শতকরা ২২ ভাগ এই সম্প্রদায়ের লোকজন। বেশ কয়েক বছর ধরে এ সম্প্রদায় আফগানিস্তানে ব্যাপকভাবে অপহরণ ও হত্যাকাণ্ডের শিকার হয়ে আসছে।#

সৌজন্যে- পার্সটুডে