Search
Close this search box.
Search
Close this search box.

এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার

russiaশব্দের চেয়ে ১০ গুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রোববার এ পরীক্ষা চালানো হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

চলতি মাসের শুরুর দিকে পরবর্তী প্রজন্মের নতুন এ অস্ত্র রাশিয়ার হাতে রয়েছে বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় তিনি বলেন, এটি একটি আদর্শ অস্ত্র।

chardike-ad

এ অস্ত্রকে অপ্রতিরোধ্য হিসেবে দাবি করে পুতিন বলেন, নতুন ধরনের এ হারপারসনিক ক্ষেপণাস্ত্র বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে অথবা ভেদ করে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাউথ সামরিক জেলার একটি বিমানঘাঁটি থেকে সুপারসনিক ইন্টারসেপ্টর বিমান মিগ-৩১ উড্ডয়ন করে। এ বিমান থেকেই উচ্চ-ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘কিনঝাল’ নিক্ষেপ করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হেনেছে।’

মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দু’জন পাইলট বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন। পরে বৃহৎ ক্ষেপণাস্ত্র বহনকারী ওই বিমানের দিকে এগিয়ে যান তারা।

সূত্র : এএফপি, রয়টার্স।