বাংলা অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা ‘শিক্ষক’ এর কোরিয়ান ভাষার অনলাইন কোর্স কোরিয়ান ভাষায় সহজ পাঠ। কোর্সটি পরিচালনা করছেন রিফাত ফারজানা। শিক্ষক ডট কমের পাশাপাশি বাংলা টেলিগ্রাফেও এই কোর্সের লেকচারগুলো নিয়মিতভাবে পাঠকদের জন্য দেওয়া হচ্ছে। আজকে দেখুন অষ্টম লেকচার।
কোরিয়ার ‘ইনচ্ছন্’ এয়ারপোর্টে নেমে অনেক সময়ই প্রথম যে কাজটা করতে হয় তা হচ্ছে, একটা কলিং কার্ড কিনে পরিবারকে জানানো যে আপনি নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। আজকাল যোগাযোগ ব্যবস্থার কল্যাণে বেশিরভাগ সময় দেখা যায় কেউ না কেউ ঠিক এয়ারপোর্টে প্রস্তুত থাকেন যিনি এলেন তাকে নিয়ে যাবার জন্যে। কিন্তু কিছু সময় আবার যার কারণে কোরিয়া আসা তাকে একবার ফোন করাটা জরুরী হয়ে যায়। সেটা স্কলারশীপ প্রদানকারী ভার্সিটি কর্তৃপক্ষ কিংবা বিজনেস্ পার্টনার যেই হোক, তাকে জানাতে হয় যে আপনি পৌঁছেছেন। এছাড়া ফোন যেহেতু যোগাযোগের একটা প্রধান মাধ্যম তাই আমরা আজ প্রথমে ফোন করা শিখব।
শুধুমাত্র আপনাদের জানার জন্য উল্লেখ করছি, একই Verb এর কোন কোন ক্ষেত্রে দুটো রুপ রয়েছে। যেমন, বাবা যখন তাঁর হাতের সংবাদপত্রটি আমাকে দিচ্ছেন তখন দেয়া (Give) Verb এর কোরিয়ান রুপ হচ্ছে, 주다। একই Verb টিই পালটে গিয়ে 드리다 হয় যখন আমি বাবাকে সংবাদপত্রটি দেই। Verb এর Honorific Form শিখতে হলে কোরিয়ান ভাষার লেভেলটা অবশ্য আরো একটু বাড়াতে হবে। তাই আর বিস্তারিত আলোচনায় যাচ্ছিনা।