Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের ১৬৫ দেশে ১ কোটি ১৬ লাখ বাংলাদেশি কর্মী রয়েছে

nurul-islam-bscপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, গড়ে বাংলাদেশ হতে প্রতি বছর প্রায় ৬ লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান পাচ্ছেন। তিনি বলেন, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে ১ কোটি ১৬ লাখ ৬ হাজার ১৭১ জন কর্মী কর্মসংস্থানের জন্য গমন করেছেন।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) ও রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

chardike-ad

মন্ত্রী বলেন, ২০১৬ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন। ২০১৭ সালে তা বেড়ে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জনে উন্নীত হয়েছে; যা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বোচ্চ।

তিনি বলেন, বিগত ২০০৯-১৭ সাল পর্যন্ত মোট ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন কর্মী বিদেশ গেছেন। ২০১৬ সালে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মী বিদেশ গেলেও গত ২০১৭ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন।

নুরুল ইসলাম বিএসসি বলেন, বিদেশ লোক পাঠাতে হলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। সরকারি অনুমোদন ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি লোক পাঠাতে পারে না। সরকারের পাশাপাশি কেবল অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বিদেশে লোক পাঠাতে পারে।