Search
Close this search box.
Search
Close this search box.

train

গাজীপুরের টঙ্গির নতুনবাজার এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। আহতদের টঙ্গি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

টঙ্গির স্টেশন মাস্টার জানান, এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলাপুর রেল স্টেশনের (জিআরপি) ওসি ইয়াসিন ফারুক জানান, ক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আতঙ্কে ছাদ থেকে লাফ দিলে ট্রেনে কাটা পড়ে।

chardike-ad