saudiসৌদি আরবের রিয়াদে রাজ প্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে বাদশাহ সালমান নিরাপদে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। শনিবার রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

রাশিয়ান গণমাধ্যম আরটি ও ব্রিটিশ গণমাধ্যম মিরর তাদের অনলাইনে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, মুহুর্মুহু গোলাগুলি চলছে।

chardike-ad

তবে কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনো কিছু জানা না গেলেও বাদশাহ সালমানকে স্থানীয় বিমান ঘাঁটিতে নিরাপদ বাঙ্কারে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে।