বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৮ এপ্রিল ২০১৮, ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

ছুরিকাঘাতে ইতালিতে বাংলাদেশি নিহত


shamsul italyইতালির বাণিজ্যিক নগরী মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুল হক স্বপন নামে (২৩) এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৩৫ মিনিটে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে বলে জানা গেছে। এ ঘটনায় মরক্কোর ২ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের বরাত জানা গেছে, গত বৃহস্পতিবার কাজ সেরে সিনিসেল্লো বালসামো থেকে সেন্ট্রালের দিকে বাসায় ফিরছিলেন স্বপন। পথে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় স্থানীয় সময় আনুমানিক রাত ২টা ৩৫ মিনিটে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।