Search
Close this search box.
Search
Close this search box.

পিয়ংইয়ং বিরোধী লিফলেট ঠেকালো দক্ষিণ কোরিয়া পুলিশ

দক্ষিণ কোরিয়ার একদল অ্যাক্টিভিস্টের পিয়ংইয়ং বিরোধী লিফলেট সরবরাহ ঠেকিয়ে দিলো দেশটির পুলিশ। শনিবার উত্তর কোরিয়ায় সেসব লিফলেট সরবরাহ ঠেকিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। খবর এএফপি।

শনিবার সীমান্তবর্তী পাজু সিটিতে অবস্থিত একটি পার্কে ২০ জনের মতো বিক্ষোভকারী একত্রিত হয়। এ সময় পাঁচ হাজার লিফলেট, প্লাস্টিক ব্যালুন ও গ্যাস ক্যানিস্টার বহনকারী একটি ছোট ট্রাককে আটকে দেয় দক্ষিণ কোরিয়ার পুলিশ। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কিছু ব্যক্তি। পার্ক সাং-হাক নামে এক অ্যাক্টিভিস্ট বলেন, ‘কিম জং উনের শান্তি প্রস্তাবে গলে গিয়েছে দক্ষিণ কোরিয়া’ যদিও উত্তর কোরিয়া নিজেদের একটুও পরিবর্তন করেনি।

উত্তর কোরিয়ায় লিফলেট পাঠানো অব্যাহত রাখতে চান পার্ক যাতে দেশটির মানুষ ‘সত্য জানতে পারে এবং দেশটিতে কিম জং উনের শাসনের ইতি ঘটায়’

গেলো মাসে দক্ষিণ কোরিয় নেতা মুন জা-ইন ও উত্তর কোরিয় নেতা কিম জং উন এক ঐতিহাসিক সমঝোতায় পৌছেছেন।

chardike-ad