Search
Close this search box.
Search
Close this search box.

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত

dehradun-stadiumআফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুনে ভারতের দেরাদুনে তিন ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩, ৫ ও ৭ জুন অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ভারতের এই মাঠেই নিজেদের ‘হোম’ সিরিজ খেলে।

chardike-ad

সিরিজে খেলতে ২৯ মে দেরাদুনে যাবে বাংলাদেশ দল। ১ জুন খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ।

আফগানিস্তানের বিপক্ষে এর আগে একটিই টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১৪ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে। তারপর থেকে অনেক এগিয়েছে আফগানিস্তান। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দলটি রয়েছে ৮ নম্বরে। সাকিব আল হাসানের দলের অবস্থান ১০ নম্বরে।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য এরই মধ্যে ৩১ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। সেই দল থেকেই গঠন করা হতে পারে আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল।

বিডি নিউজ এর সৌজন্যে