Search
Close this search box.
Search
Close this search box.

‘আশা করেছিলাম সৌদির কাছে যাবে কাতার’

ahmad al khalifকাতারের সঙ্গে সৃষ্ট কূটনৈতিক সংকটের কোনো সমাধান দেখছেন না বলে মন্তব্য করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আল খলিফা।

গত এক বছর ধরে কাতারকে বয়কটকারী চার আরব দেশের অন্যতম হচ্ছে বাহরাইন।

chardike-ad

খালিদ বিন আহমাদ বলেন, আজ আমাদের হাতে যে তথ্য এসে পৌঁছেছে তা এই ইঙ্গিত দেয় না যে, এখনই চলমান সমস্যার সমাধান হবে।

লন্ডন থেকে প্রকাশিত সৌদি আরবের সংবাদপত্র আশ-শারকুল আউসাতের সঙ্গে সাক্ষাৎকারে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে আলোচনা না করে কাতার বরং পশ্চিমা দেশগুলোর কাছে সমস্যা তুলে ধরছে। আমরা আশা করেছিলাম সমস্যা শুরুর প্রথম দিকেই কাতারের আমির সৌদি আরব যাবেন কিন্তু তিনি তা করেন নি।

গত বছরের জুন মাসে কয়েকটি অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে সব অভিযোগ নাকচ করেছে কাতার।

অবরোধের পর কাতার ইরান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দ্রুত সংকট খাদ্য সংকট মোকাবেলার পদক্ষেপ নিয়েছে।

শনিবার কাতারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় দেশের দোকানগুলোকে চার বয়কটকারী দেশ থেকে আমদানি করা পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে।