ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। কোরীয় উপদ্বীপের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশে আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফর করবেন লাভরভ।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
জানা যায়, আসন্ন সফরে লাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো’র সঙ্গে সাক্ষাত করবেন এবং তারা দুই দেশের স্বার্থ ও কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বিষয়ক আলোচনায় অংশ নেবেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের সম্ভাব্য সাক্ষাতের আগাম প্রস্তুতি শুরু করেছে ওয়াশিংটন ও পিয়ং ইয়ং। আশা করা হচ্ছে, আগামী মাসেই সিঙ্গাপুরে সাক্ষাত করবেন এ দুই রাষ্ট্র প্রধান।