Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় ৮ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

একটি ম্যানুফ্যাকচারিং কারখানায় অভিযানে অংশ নিচ্ছে কোরিয়ান পুলিশ

কোরিয়ায় গত ১১ সপ্তাহে ৮ হাজার ৩শ ৫১ জন অবৈধভাবে কর্মরত অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত ২৬ ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করে বিচার মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত চারটি টিম।

chardike-ad

ফেব্রুয়ারি থেকে ন্যাশনাল পুলিশ এজেন্সী, কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং অবকাঠামো এবং পরিবহন এই চারটি সরকারী সংস্থা এবং মন্ত্রণালয় কোরিয়ায় অবৈধ কর্মরত এলাকাগুলোর উপর নজরদারি শুরু করে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সিউলের নামগুরু স্টেশন এবং খিয়ংগিদো’র আনসান স্টেশনে প্রথম অভিযান শুরু করে। নির্মাণখাতে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী কর্মী কাজ করছে বলে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। অভিযানও সবচেয়ে বেশি হয়েছে এই খাতে।

নির্মাণ সাইটের অভিযানে কোরিয়ান পুলিশ

গ্রেফতারকৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ নিয়োগের অভিযোগে ১ হাজার ৩৬৯ জন কোরিয়ান মালিককে তিন বছরের জেল অথবা ২০ মিলিয়ন উওন করে জরিমানা করা হয়েছে।

এই বছরের দ্বিতীয়ার্ধেও একই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।